যশোরের রাজগঞ্জে উচ্চদামে বিক্রি হচ্ছে শীতকালিন সবজি পেঁয়াজের কালি
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে শীতের শুরুতেই দেখা মিলেছে নতুন পেঁয়াজের কালি। তবে চড়া দামেই বিক্রি হচ্ছে শীতকালিন নতুন সবজি পেঁয়াজের কালি। বাজারে এই সবজিটি নতুন তাই, ক্রেতাদের চাহিদাও রয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) রাজগঞ্জ বাজার ঘুরে দেখাগেছে- পেঁয়াজের কালি নামের সবজিটি বাজারের সব সবজির দোকানে বিক্রি হচ্ছে না। ২-১টা দোকানে বিক্রি হচ্ছে। প্রতিকেজি পেঁয়াজের কালি ৭০ টাকা দরে বিক্রি করছে বিক্রেতারা।
বিক্রেতারা বলছে- মৌসুমের প্রথম সবজি হিসেবে বেশ চাহিদা রয়েছে পেঁয়াজের কালির। সবজি বিক্রেতা হাসান উদ্দিন বলেন- নতুন পেঁয়াজ বাজারে আসার কিছু দিন পর কালি আসে বাজারে। পেঁয়াজের বয়স না বাড়লে কালি হয় না। প্রথম অবস্থায় দাম একটু বেশি থাকলেও পরে কুমে যায়।
রাজগঞ্জ বাজারে সবজি কিনতে আসা রফিকুল ইসলাম বলেন- আজকেই রাজগঞ্জ বাজারে প্রথম পেঁয়াজের কালি দেখলাম। তাই ৫০০ গ্রাম ৩৫ টাকা দিয়ে কিনেছি। হাবিবুর রহমান নামে আরেক ক্রেতা বলেন- পেঁয়াজের কালি ভাজি খেতে খুব মজা, তাই এক আঁটি (৫০০ গ্রাম) কিনলাম। এইভাবে উচ্চদাম দিয়ে পেঁয়াজের কালি কিনছে ক্রেতারা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন