যশোরের রাজগঞ্জে এমএম কলেজ ছাত্রের আত্মহত্যা
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় নাকিবুল রূপক রিফাত (২৪) নামের এক কলেজছাত্র আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) দিবাগত রাতের কোনো এক সময় এঘটনা ঘটে। রূপক রাজগঞ্জ এলাকার চন্ডিপুর গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি যশোর এমএম কলেজের ইতিহাস বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
রূপকের আত্মহত্যার সঠিক কোনো কারণ জানা যায়নি।
স্থানীয় এলাকাবাসি সূত্রে জানাগেছে- রূপক ভালো ফুটবল খেলোয়ার ছিলেন। এলাকার সবাই ওকে ভালোবাসতেন। মায়ের মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়ে সে।
মঙ্গলবার রাতের খাবার সেরে রূপক নিজের ঘরে ঘুমাতে যায়। এরপর বুধবার সকালে বাড়ির লোকজন তার নিজের ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখে তাকে। এক পর্যায় দরজা খুলে তার ঘর থেকে ঝুলন্ত অবস্থায় মরাদেহটি উদ্ধার করা হয়।
রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র থেকে বলা হচ্ছে- হতাশা থেকে কলেজছাত্র রূপক আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন