যশোরের রাজগঞ্জে কলেজ পড়ুয়া ছাত্রীর আ*ত্মহ*ত্যা

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে আনিকা খাতুন (১৮) নামের এক কলেজপড়ুয়া ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার (০৪ জুলাই) দিবাগত রাতের কোনো এক সময় ওই কলেজ ছাত্রী তার নিজের ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহত কলেজ ছাত্রী আনিকা উপজেলার রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের হানুয়ার মানিকগঞ্জ গ্রামের প্রবাসী নজরুল ইসলামের মেয়ে ও রাজগঞ্জ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়- নিহত আনিকা শুক্রবার রাতে খাওয়া-দাওয়া শেষ করে তার ঘরে ঘুমাতে যায়। শনিবার (০৫ জুলাই) সকালে ঘুম থেকে উঠতে দেরী দেখে, তার মা দরজার সামনে যেয়ে আনিকাকে ডাকতে থাকে। একপর্যায় কোনো সাড়া না পেয়ে পাশের লোকজন ডেকে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে দেখে আনিকা গলায় ওড়না পেঁচিয়ে আড়ার সাথে ঝুলছে। তখন লোকজন ওড়না কেটে ঝুলন্ত মৃতদেহটি নিচে নামিয়ে স্থানীয় পুলিশকে খবর দেয়। শনিবার দুপুরে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর কামাল হোসেন ও ঝাঁপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল হক ঘটনাস্থলে আসেন। বিস্তারিত জানার পর কারোর কোনো অভিযোগ না থাকায় পুলিশ লাশটি দাফন কাফনের জন্য নিহতের পরিবারকে অনুমতি দেন।
রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর কামাল হোসেন বলেন- মেয়েটির আত্মহত্যার কোনো কারণ জানা যায় নি। নিহত মেয়েটির পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা লাশটি ময়না তদন্ত না করার জন্য উপরের স্যারদের সাথে কথা বলেছে। তাই লাশটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে।