যশোরের রাজগঞ্জে কলেজ শিক্ষক আলমের ইন্তেকাল, শোক প্রকাশ

যশোরের মনিরামপুর উপজেলার খেদাপাড়া সুবজপল্লী মহাবিদ্যালয়ের ইংরেজী প্রভাষক শাহ আলম (৪৫) গ্যাসের সমস্যায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার ইফতারের পরে পেটে গ্যাসের সমস্যা দেখা এবং তার কিছুক্ষন পরে মৃত্যু বরণ করেন তিনি। মরহুম শাহ আলম উপজেলার মশি^মনগর ইউনিয়নের নোয়ালী গ্রামের মৃত মল্লুক গাজীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্যা আত্মীয়স্বজন রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজা বুধবার সকাল ১০টায় নোয়ালী গ্রামে স্থানীয়ভাবে সম্পন্ন করা হয় এবং নামাজে জানাজা শেষে পারিবারিক স্থানে দাফন করা হয়। মরহুমের জানাজা নামাজে স্থানীয় মুসল্লিবৃন্দ, তার আত্মীয় স্বজন, বন্ধ মহল ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলেই শোকাহত পরিবারের প্রতি গভীরভাবে শোক ও সমাবেদনা জ্ঞাপন করেছেন।