যশোরের রাজগঞ্জে কোটা আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানিয়ে আলোচনা ও দোয়া মাহাফিল
যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে কোটা সংস্কার আন্দোলনের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আলোচনা ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়েছে।
রাজগঞ্জ অঞ্চলের সকল শিক্ষার্থীবৃন্দদের আয়োজনে ও ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় রাজগঞ্জ উন্মুক্ত অডিটরিয়ামে সোমবার বেলা ১১টায় এ অনুষ্ঠান হয়।
উক্ত অনুষ্ঠানে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, রাজগঞ্জ ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডশনের নেতৃবৃন্দ ও কোটা সংস্কার আন্দোলনের মনিরামপুর উপজেলা ও রাজগঞ্জ কেন্দ্রীক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন