যশোরের রাজগঞ্জে খুচরা বাজারে সয়াবিন তেলের দাম বৃদ্ধি
যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের খুচরা বাজারে খোলা সয়াবিন তেলের দাম বৃদ্ধিতে সাধারণ ক্রেতারা চাহিদা মত তেল কিনতে রীতিমত হিমশিম খাচ্ছে। হঠাৎ এই তেলের দাম বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।
রাজগঞ্জ বাজারের কোনো দোকানে আধা লিটার বা ১-২ লিটারের বোতল সয়াবিন তেল নেই। দু’য়েকটি দোকানে ৫ লিটারের বোতল থাকলেও, দোকানদাররা অতিরিক্ত দামে বিক্রি করছে।
জানা গেছে- গত ৪-৫ দিন হতে হঠাৎ করে রাজগঞ্জে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। দোকানদাররা বলছেন- কোম্পানি থেকে দেচ্ছে না। আমরা কোথায় পাবো। মনিরামপুর থেকে ব্যারেলে করে খোলা সয়াবিন তেল কিনে আনছি। তাও আবার বেশি দাম দিয়ে। আমরা যেমন দামে কিনছি, তেমন দামেই বিক্রি করছি।
রাজগঞ্জ বাজারে খোলা সয়াবিন তেল খুচরা ১৯০, ২০০ টাকা প্রতিকেজি আর সুপার তেল ১৮০ টাকা প্রতিকেজি বিক্রি করছে ব্যবসায়ীরা।
রাজগঞ্জ বাজারের ব্যবসায়ীরা আরও বলছেন- পুষ্টি, বসুন্ধরা, ফ্রেশ, তীর, রূপচাঁদাসহ বিভিন্ন বোতলজাত সয়াবিন তেল কোম্পানি তেলের সরবরাহ বন্ধ করে দিয়েছে। যে কারণে এই সংকট সৃষ্টি হয়েছে।
তারা জানান, খোলা সয়াবিন তেলের দাম বেশি আর বোতলজাত সয়াবিন তেলের দাম কম হওয়ার অজুহাতে কোম্পানিগুলো বেশ কিছুদিন ধরে বোতলজাত সয়াবিন তেল সরবরাহ বন্ধ করে দেয়।
ক্রেতা খালিয়া গ্রামের রবিউল ইসলাম বলেন- বোতলজাত সয়াবিন তেল না পেয়ে ১৯০ টাকায় ১ কেজি খোলা সয়াবিন তেল ক্রয় করেছি। বোতলজাত তেল না থাকায় খুচরা ব্যবসায়ীরা সুপার ১৮০, সয়াবিন ১৯০ থেকে ২০০ টাকা পর্যন্ত খোলা তেল বিক্রি করছে। তবে ক্রেতা সাধারণের দাবি- ইচ্ছা করেই সরবরাহ বন্ধ করে দিয়ে মানুষের দুর্ভোগ সৃষ্টি করছে একটি সিন্ডিকেট।
এ ব্যাপারে রাজগঞ্জে ভোক্তা অধিকারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন