যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/03/1628281408.panite-dube.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামে পানিতে ডুবে নাঈম সরদার (১২) নামের এক কৈশোরের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (০৪ মার্চ-২০২২) দুপুরে সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
নাঈম সরদার রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের হানুয়ার গ্রামের মো. আব্দুর রহমানের বড় ছেলে। নাঈম সরদার মৃগী রোগে আক্রান্ত ছিলো।
স্থানীয় সূত্রে জানাগেছে- নাঈম বাড়ির পাশের একটি পুকুরে সাঁতার কাটছিলো। এসময় পুকুরে কেউ ছিলো না। নাঈমকে বাড়ির লোকজন খুঁজে না পেয়ে পুকুরপাড়ে গেলে তার জুতা দেখা যায়। একপর্যায়ে ওই পুকুরের পানির ভিতর খোঁজাখুঁজি করলে, পানিতে ডুবে থাকা মৃত অবস্থায় নাঈমকে পাওয়া যায়। তখন মৃতদেহটি তার স্বজনেরা উদ্ধার করেন।
নাঈম সরদারের চাচা আল মামুন সোহান এমৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন