যশোরের রাজগঞ্জে বিএনপি নেতা মোঃ মুছার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বর্ষীয়ান রাজনীতিবিদ, যশোর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, মনিরামপুর থানা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও সভাপতি এবং সাবেক সফল উপজেলা চেয়ারম্যান আলহাজ মোঃ মুছা’র আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে রাজগঞ্জ মুক্তমঞ্চে, রাজগঞ্জ জিয়া স্মৃতি পাঠাগারের আয়োজনে এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন- রাজগঞ্জ জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি মোঃ আব্দুস সাত্তার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি মোঃ মুতাছিম বিল্লাহ।
নারকেলবাড়িয়া ডিগ্রি কলেজের প্রভাষক আসিফ শাহরিয়ার শিহাবের সঞ্চালনায় বক্তব্য রাখেন- অবসরপ্রাপ্ত টিএনটি কর্মকর্তা মোঃ আব্দুল মজিদ, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আব্দুল জলিল, রোহিতা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, রাজগঞ্জ জিয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন লাচ্চু।
ইউনিয়ন বিএনপি নেতা মোঃ মুজিবর রহমান, মোঃ মাহাবুর রহমান প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন- রাজগঞ্জ মডেল মাদ্রাসার শিক্ষক ক্বারী মোঃ আব্দুল গণি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




