যশোরের রাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃ*ত্যু

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের চন্ডিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিমন হোসেন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজগঞ্জের চন্ডিপুর সানাপাড়া গ্রামে তাদের নিজের মাছের ঘেরে এ ঘটনা ঘটে।
জানা গেছে- রিমন তাদের মাছের ঘেরে বিদ্যুৎ চালিত মোটর মেরামত করছিলো। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎ শকে আক্রান্ত হয়। এরপর স্থানীয় লোক তাকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে নিলে, সেখানকার কর্তব্যরত চিকিৎসক, তাকে মৃত ঘোষনা করেন।
নিহত রিমন চন্ডিপুর সানাপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মোঃ মাহাবুর রহমান এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।