যশোরের রাজগঞ্জে বেকারীর উপর রোডের গাছ পড়ে ব্যাপক ক্ষতি

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে নিউ ভাই ভাই বেকারীর কারখানার উপর রোডের একটি রোডশিশু গাছ উপড়ে পড়ে বেকারীটি ভেঙ্গে চুরে গেছে। এতে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।

জানাগেছে- রবিবার (২৭ জুলাই) দুপুরে রাজগঞ্জে হঠাৎ করে প্রচুর বৃষ্টি হয় এবং বাতাস হলে রাজগঞ্জ কলেজ মোড়ে মনিরামপুর সড়কে বেকারীর সামনে থাকা বড় একটি রোডশিশু গাছ উপড়ে বেকারীর মেইন কারখানার উপর পড়ে।

এতে বেকারীর ভিতরে থাকা সকল মালামাল, মেশিনাদি, বেকারীর ছাউনি, চুলা ভেঙ্গে চুরে যায়। বেকারীর ভিতরে তৈরি করা সব মালামাল নষ্ট হয়ে গেছে। বেকারীর মালিক মোঃ আশানুর রহমান জানান- গাছটি বেকারীর উপড় পড়ে বেকারীটি ভেঙ্গে চুরে গেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকা ক্ষতি সাধন হয়েছে।