যশোরের রাজগঞ্জে শাক তুলতে যেয়ে পানিতে ডু/বে বৃদ্ধের মৃ/ত্যু

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে একটি বিলে কলমি শাক তুলতে যেয়ে পানিতে ডুবে আবুল কাসেম (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মরদেহটি পানিতে ভেসে থাকা অবস্থায় উদ্ধার করা হয়।
পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়- উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের মৃত ইবাদ আলী মোড়লের ছেলে আবুল কাসেম মোড়ল। সে বাড়ির পাশের বিল থেকে কলমি শাক তুলার জন্য গেলে আর বাড়িতে ফিরে না আসেনি। ঘটনাটি ঘটেছে শুক্রবার (০১ আগস্ট) বেলা ১১ টার দিকে। খোঁজাখুজির বিলের মধ্যে পানিতে মৃত অবস্থায় ভেসে থাকতে দেখতে পায়। সেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহর পাশে কলমি শাক ভর্তি প্যাকেটটিও পানিতে পড়ে ছিলো।
মৃতের বড়পুত্র নুর ইসলাম জানান- আমার আব্বা সকালে শাক তোলার জন্য বিলে যায়। বিকেল হলেও বাড়িতে না আশায় আমরা বিলে খুঁজতে যেয়ে আব্বার মৃতদেহ পানিতে ভাসা অবস্থায় দেখতে পায়। আমি ধারণা করছি আব্বার বয়স অনেক বেশি তাই, শাক তোলার সময় লতাপতায় পেঁচিয়ে যাওয়ায় পানি খেয়ে আব্বার মৃত্যু হয়েছে।
ঝাঁপা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।