যশোরের রাজগঞ্জে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি-২০২৩) বিকালে রাজগঞ্জ আঞ্চলিক আওয়ামীলীগ কার্যালয়ে ঝাঁপা, চালুয়াহাটি ও মশ্বিমনগর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝাঁপা ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানা। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ, সহকারি অধ্যাপক মোঃ মিজানুর রহমান, চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি এমএম ইমরান খান পান্না, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, জিয়াউর রহমান প্রমুখ।