যশোরের রাজগঞ্জে শ্রমিক নেতা আকরাম হোসেনের ইন্তেকাল : শোক প্রকাশ

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে আকরাম হোসেন (৫৭) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না… রাজেউন)।
শনিবার (১৯ ফেব্রুয়ারি-২০২২) বিকাল সাড়ে তিনটার দিকে অসুস্থ হলে বাড়ির লোকজন সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নেন এবং হাসপাতালের চিকিৎসক দেখে মৃত ঘোষনা করেন।
আকরাম হোসেন হানুয়ার (রাজগঞ্জ চাকলাপাড়া) গ্রামের বাসিন্দা ও পরিবহন শ্রমিক সমিতির একজন নেতা। শনিবার ঈশার নামাজ বাদ রাজগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মৃত্যুকালে তিনি দুই ছেলেসহ অসংখ্যা আত্মীয়স্বজন ও গুনাগ্রাহী রেখে গেছেন।
আকরাম হোসেনের মৃত্যুতে রাজগঞ্জ এলাকার সুধী সমাজ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমাবেদনা জানিয়েছেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন