যশোরের রাজগঞ্জে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালিত

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালিত হয়েছে। ঢাকায় পুলিশের হাতে শিক্ষকেরা লাঠিচার্জের শিকারের প্রতিবাদে রাজগঞ্জ এলাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে কর্মবিরতি চলে।

এদিন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ শিক্ষকেরা কোনো ক্লাস না নিয়ে কর্মবিরতি পালন করেছেন। রাজগঞ্জ এলাকার শিক্ষক নেতা অধ্যক্ষ মোঃ শওকত আলী জানান- রাজগঞ্জ এলাকার এমপিও ভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ক্লাস বর্জন করে কর্মবিরতি পালন করেছে।

তিনি আরো বলেন- আমাদের দাবী মেনে না নেওয়া পর্যন্ত এবং ঢাকায় অবস্থানরত শিক্ষক নেতাদের ঘোষনা অনুযায়ী এ কর্মবিরতি চলবে।