যশোরের রাজগঞ্জে সাপের কামড়ে নববধূর মৃত্যু

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে সাপের কামড়ে শিমলা খাতুন (১৬) নামের এক নববধূর মৃত্যু হয়েছে। সোমবার (০৪ আগস্ট) রাজগঞ্জে ঝাঁপা ইউনিয়নের খালিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত নববধু ওই গ্রামের ভ্যান চালক মোঃ রসুলের স্ত্রী।
তিনি নিজবাড়িতেই মারা যান। জানাগেছে- রবিবার দিবাগত রাতে নিজ বসতঘরে তার খাটের উপর শুয়ে থাকা অবস্থায় ওই নববধূর কোমরে বিষধর সাপে কামড় দেয়। এরপর তিনি ভোরে তার স্বামীকে জানালে স্থানীয় কবিরাজের চিকিৎসা নেন।
কিন্তু সুস্থ না হওয়ায় সকালেই মারা যান। এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় পল্লী প্রাণী চিকিৎসক বিল্লাল হোসেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন