যশোরের রাজগঞ্জে ৮৩ ব্যাচের ক্ষুদ্র মিলন মেলা

যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ৮৩ ব্যাচের ছাত্রদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আমেরিকা প্রবাসী এস এম গোলাম ফারুকের সৌজন্যে শনিবার (১৬ আগস্ট) দিনব্যাপী রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে ৮৩ ব্যাচের সকল ছাত্ররা উপস্থিত হয়েছিলো।

যারা অনেকেই আজ পেশাগত জীবনে সফল, সরকারি-বেসরকারি কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা। এ যেন এক ক্ষুদ্র মিলন মেলা। সকাল থেকে বন্ধুরা মিলে বিদ্যালয়ের নিচে ঐতিহ্যবাহী ঝাঁপা বাঁওড়ে হুইল দিয়ে মাছ শিকার করা তারপর গোসল সেরে একসাথে মধ্যাহ্নভোজ, বিকেলে চা-নাস্তার পর সন্ধ্যা অবধি আড্ডা।

জমিয়ে আড্ডা দেওয়ার সময় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াকালীন জীবনের মধুর স্মৃতি রোমন্থন করে অনেকেই আবেগপ্রবণ হয়ে ওঠেন।