যশোরের রাজগঞ্জ-পুলেরহাট সড়কে চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা, আটক ২
যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কের খেদাপাড়া এলাকায় যাত্রী সেজে চালকের গলায় ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাই চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (১৩ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার খেদাপাড়া এলাকার রাজগঞ্জ-পুলেরহাট সড়কের গাঙ্গুলিয়া আমতলায় এ ঘটনা ঘটে।
ছিনতাই চেষ্টার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। জখম ইজিবাইকচালক হলেন- মনিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রনি হোসেন। আটককৃতরা হলেন- খোকন হালদার (৫০) ও রবিউল ইসলাম (৫০)। খোকনের বাড়ি যশোরের সদর উপজেলার চাঁচড়া এলাকায় এবং রবিউলের বাড়ি উত্তরাঞ্চলে বলে জানিয়েছে পুলিশ।
মনিরামপুর উপজেলার খেদাপাড়া ক্যাম্প পুলিশের ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক ইজিবাইক ছিনতাই চেষ্টার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান- আটককৃত দুই ব্যক্তিসহ তাদের এক সহযোগী রাত ১০টার দিকে রনির ইজিবাইকে যাত্রী সেজে যশোরের দিকে যাচ্ছিলেন। তারা গাঙ্গুলিয়া আমতলা মোড়ের অদূরে ফাঁকা স্থানে পৌঁছালে যাত্রীরা ইজিবাইক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
একপর্যায়ে তারা রনির গলায় ছুরি দিয়ে আঘাত করেন। রনি ইজিবাইক ফেলে চিৎকার দিয়ে গাঙ্গুলিয়া মোড়ে ছুটে গেলে, সেখানে থাকা লোকজন ধাওয়া দিয়ে খোকন হালদারকে আটক করে পুলিশে দেন। পরে রাত ১টার দিকে ভাণ্ডারী মোড় এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় পুলিশ তার অপর সহযোগী রবিউল ইসলামকে আটক করে।
পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক বলেন- জখম ইজিবাইকচালককে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আটক দুই ব্যক্তি ও ইজিবাইক আমাদের হেফাজতে আছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন