যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী মাঝে আমের চাঁরা বিতরণ
বৃক্ষ রোপন কর্মসূচি-২০২৩ এর আওতায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রত্যেক ছাত্র/ছাত্রী, শিক্ষক ও কর্মচারীদের মাঝে একটা করে কাটিমন আমের চাঁরা সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির (রেসা) সৌজনে প্রায় ৭০০ পিস কাটিমন আম গাছের চাঁরা বিতরণ করা হয়।
এসময় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছিত্র সমিতির পক্ষে মোঃ আবু শাহিন, সাইদুর রহমান, আওয়ামীলীগ নেতা শরিফুল ইসলাম চাকলাদার, রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এসএম রবিউল ইসলাম, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুদ কামাল তুষার সহ রেসার সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন