যশোরের রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠে মতবিনিময় সভা

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠে নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) বেলা ১১টায় অত্র বিদ্যাপীঠের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন- নবগঠিত কমিটির সভাপতি সহকারি অধ্যাপক মোঃ আবুল বাশার। সহকারি শিক্ষক মোঃ মাহাবুবুর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রাজগঞ্জ ডিগ্রী কলেজের প্রাক্তন সহকারি অধ্যক্ষ মোঃ গোলাম ফারুক, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মোত্তালিব গাজী।
অবসরপ্রাপ্ত ভূমি সহকারি কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, সাবেক টিএন্ডটি কর্মকর্তা মোঃ আব্দুল মজিদ, রাজগঞ্জ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমান, বিদ্যাপীঠের সাবেক সভাপতি নুরজাহান বেগম, চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম টগর।
বিএনপি নেতা মোঃ আকবার হোসেন, প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ। এছাড়াও নবগঠিত কমিটির সকল সদস্যবৃন্দ, অত্র বিদ্যাপীঠের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন