যশোরের রাজগঞ্জ সরকারি হাসপাতাল নির্মাণে জমিদাতা পরিবারের প্রতি দোয়া কামনায় অনুষ্ঠান
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/01/20220117_193332-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যশোরের মণিরামপুর উপজেলার পশ্চিমাঞ্চল তথা রাজগঞ্জ অঞ্চলের মানুষের সু-চিকিৎসার জন্য রাজগঞ্জ ৫০ শয্যা বিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। তার জন্য প্রয়োজন ছিলো ৫০ শতক জমি। এই জমি একদাগে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক মরহুম রজব আলীর পরিবারের পক্ষ থেকে রাজগঞ্জ ডিগ্রী কলেজের পাশে হাসপাতালের নামে দানকরা হয়েছে।
এ জন্য জমিদাতা পরিবারের প্রতি শুভেচ্ছা জানিয়ে ও তাদের দোয়া কামনা করে রাজগঞ্জে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ ডিসেম্বর-২০২২) বিকাল ৪টায় রাজগঞ্জ বাজারস্থ আলহাজ আব্দুস সাত্তার সাহেবের ধানের চাতালে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন- রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ, রাজগঞ্জ বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ও রাজগঞ্জ হাসপাতাল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোঃ আব্দুল লতিফ।
অনুষ্ঠানে টিএনটি কর্মকর্তা মোঃ আব্দুল মাজিদের পরিচালনায় বক্তব্য রাখেন- রাজগঞ্জ ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক আলহাজ কফিল উদ্দিন আহম্মেদ, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ কামাল তুষার, ঝাঁপা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সাইদুজ্জামান (লিটন মাস্টার), মণিরামপুর উপজেলা যূবলীগের সদস্য ও সমাজসেবক মোঃ শিপন সরদার প্রমুখ।
এছাড়া এ সভায় রাজগঞ্জ অঞ্চলের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- রাজগঞ্জবাসির সকল প্রাণের দাবী পুরন হতে চলেছে। পর্যায়ক্রমে রাজগঞ্জ সরকারি গণকবর, রাজগঞ্জ পূর্ণাঙ্গ থানা ও একটি রেষ্টহাউজ খুবদ্রুত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের হস্তক্ষেপে নির্মাণ হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন