যশোরের রাজগঞ্জ হাইস্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ৭৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) দিনব্যাপী অত্র প্রতিষ্ঠান মাঠে, অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিভিন্ন খেলাধুলা ও স্কাউট ডিসপ্লে প্রদর্শনীর মাধ্যমে এ অনুষ্ঠান উদযাপন করা হয়।

খেলাধুলা শেষে ২৮ জন ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে পুরস্কর বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এ.কে.এম ইউনুস আলম, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাসুদ কামাল তুষার, সিনিয়র শিক্ষক মো. আকবার হোসেন সহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক, অভিভাবকবৃন্দ ও সুধীমন্ডলী।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন- সহকারী শিক্ষক মো. নুরুল ইসলাম ও মো. কামরুজ্জামান।