যশোরের রাজগঞ্জ হাইস্কুলের শিক্ষক সাগরের ইন্তেকাল, শোক প্রকাশ

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হাবিবুর রহমান সাগর (৪৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার দিবাগত রাত ১০ টার পরে রাজগঞ্জের হানুয়ার গ্রামের নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন তিনি। মরহুম সাগর হানুয়ার গ্রামের আলহাজ তাইজুল ইসলামের বড় ছেলে। মৃত্যুকালে তিনি পিতা, মাতা, স্ত্রী, সন্তানসহ অসংখ্যা আত্মীয়স্বজন রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা বৃহস্পতিবার জোহর নামাজ বাদ স্থানীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক স্থানে দাফন করা হয়। মরহুমের জানাজা নামাজে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক- কর্মচারীবৃন্দ, স্থানীয় মুসল্লিবৃন্দ ও তার আত্মীয় স্বজনেরা উপস্থিত ছিলেন।
উপস্থিত রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এ.কে.এম ইউনুস আলম সহ সকল শিক্ষক- কর্মচারীবৃন্দ ও স্থানীয় মুসল্লিরা শোকাহত পরিবারের প্রতি গভীরভাবে শোক ও সমাবেদনা জ্ঞাপন করেছেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন