যশোরের শার্শায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/08/IMG_20230819_140335-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যশোরের শার্শায় একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ বাবু হোসেন (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ আগষ্ট) ভোরের দিকে উপজেলার জিরেনগাছা টু কাশিয়াডাঙ্গা সড়কের কাটাখাল ব্রীজের উপর থেকে এ অস্ত্র ও গুলিসহ তাকে আটক করা হয়।
আটক বাবু হোসেন উপজেলার জিরেনগাছা গ্রামের রফিকুলের ছেলে।
নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিশাত আল নাহিয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কাটাখাল ব্রীজের উপর অস্ত্রসহ এক ব্যক্তি অবস্থান করেছে। এমন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই আনিসের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে বাবু হোসেনকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলিসহ আটক করা হয়। তার বিরুদ্ধে শার্শা থানায় মামলার হয়েছে বলে তিনি জানান।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন