যশোরের শার্শায় জাতীয় স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা শেষ, উচ্ছ্বাসে পুরস্কার বিতরণ

যশোরের শার্শায় জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আকতারুজ্জামান এবং সঞ্চালনা করেন প্রধান শিক্ষক খাঁন আরিফ হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ দেহ ও সুস্থ জাতি গঠনের জন্য প্রতিটি শিক্ষার্থীকে খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় সম্পৃক্ত করতে হবে। তারা প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানান এবং অংশগ্রহণকারীদের জন্য শুভকামনা প্রকাশ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের অভিভাবক সদস্য আনোয়ার হোসেন বাবু।

এছাড়া শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি মোনায়েম হোসেন, জামাল হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক মোনায়েম হোসেন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, বিএনপি নেতা আলম হোমেন, বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।