যশোরের শার্শার বাগআঁচড়ায় জামায়াত- বিএনপির বিরুদ্ধে বিক্ষোভ

যশোরের শার্শার বাগআঁচড়ায় জামায়াত- বিএনপির হরতাল ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ অক্টোবর) বিকালে কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাব হোসেন ও বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম এর সার্বিক সহযোগিতায় এ বিক্ষোভ ও শান্তির সমাবেশ অনুষ্ঠিত হয়।

শান্তির সমাবেশের পূর্বে বাগআঁচড়া আফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানেই সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান টিটোর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা আ:লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও ৭নং কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাব হোসেন, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, বাগআঁচড়া ইউনিয়ন আ:লীগের সাবেক সাধারন সম্পাদক সাধন কুমার গোস্বামী, শার্শা উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ কোরবান আলী, ও সাবেক আ: লীগ নেতা মিজানুর রহমান।

এ সময় প্রধান অতিথি চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন, বিএনপি জামায়াতের নেতাকর্মীরা ঢাকায় সমাবেশের নামে যে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করছে তা রুখে দিতে হবে। মানুষের জানমালের নিরাপত্তা ও শান্তি শৃংখলা বজায় রাখতে আওয়ামী লীগ জনগণের পাশে ছিলো এবং থাকবে।

উক্ত বিক্ষোভ ও শান্তি সমাবেশে আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা যুবলীগের যুগ্ন-সাধারন সম্পাদক আসাদুজ্জামান হাই, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, যশোর জেলা কমান্ড কাউন্সিলের সহ-সভাপতি কামরুল হাসান শামীম, ইউপি সদস্য শহিদুল ইসলাম ময়না, আব্দুল মান্নান, আলমগীর কবির বদু, আব্দুর রাজ্জাক, জিয়াউল হক, নুরুজ্জামান নুরুল, স্বেচ্ছাসেবক লীগ নেতা জামান, বাবলু, আল-আমিন, ছাত্রলীগ নেতা ইমন’সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ,
স্বেচ্ছাসেবক লীগ, ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।