যশোরের শার্শায় বিপুল পরিমাণ ফেনসিডিলসহ গ্রেফতার-১
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/09/IMG-20230914-WA0010-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যশোরের শার্শায় ৩৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ কুদ্দুস আলী (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্ব)বিকাল ৫ টার সময় তাকে আটক করে।
আটককৃত ব্যক্তি হলেন শার্শা থানা গোগা ইউনিয়নের অগ্রভূলট গ্রামের মৃত মোসলিম মোড়লের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে শার্শা থানার অফিসার ইনচার্জ,এসএম আকিকুল ইসলাম এর নেতৃত্বে এসআই,মোঃ মাহফুজ হোসেন, এসআই আনিসুর রহমান মোড়লসহ, পুলিশের একটি চৌকস টিম বহুল আলোচিত মাদক ব্যবসায়ী রানা হোসেনের বাড়ি অভিযান কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৫/৬ জন মাদক ব্যবসায়ী পালানোর সময় শুধু কুদ্দুস (৩২)কে আটক করা হয় বাকিরা পালিয়ে যায় এবং সেই সাথে কুদ্দুসের দেওয়া তথ্য অনুযায়ী পলাতক আসামি রানা হোসেনের বাড়ির ঘরের ভেতর বাক্সর মধ্যে থেকে ১৪ টি কাটুন প্রতিটি কার্টুনে ২৫ পিস করে সর্বমোট ৩৫০ পিস ফেনসিডিল উদ্ধারসহ কুদ্দুসকে আটক করে।
শার্শা থানার ইনচার্জ ভারপ্রাপ্ত কর্মকতা এসএম আকিকুল ইসলাম জানান, আটককৃত আসামীকে শুক্রবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন