যশোরের শার্শায় বিলুপ্ত তক্ষক সাপসহ দু’পাচারকারী আটক

যশোরের শার্শায় অভিযান চালিয়ে বিলুপ্ত প্রায় বন্যপ্রাণী তক্ষক সাপসহ করিম হোসেন (৪৮) ও মামুনুর রশীদ (৪২) নামে দু’ পাচারকারীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৯ মে) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার উলাশী ইউনিয়নের মাটিপুকুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক করিম হোসেন মাটিপুকুর গ্রামের মৃত হাসেম আলী ব্যাপারীর ছেলে ও মামুনুর রশীদ মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

পুলিশ জানায়, বন্যপ্রানী পাচারের গোপন খবরে, এসআই হযরত আলী ও এসআই সোহানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মাটিপুকুর গ্রামে অভিযান চালিয়ে আসামী করিম হোসেন ও মামুনুর রশীদকে আটক করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আসামী করিমের বসত ঘরের ভিতরে প্লাস্টিকের বাস্কেটের ভিতর রাখা বন্য প্রাণী একটি তক্ষক সাপ উদ্ধার করে।

পুলিশ আরো জানায়, আসামী করিম হোসেনের বিরুদ্ধে থানায় একই অপরাধের আরো একটি মামলা রয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ কেএম রবিউল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ সংক্রান্তে থানায় মামলা রুজু করা হয়েছে এবং আটকদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।