যশোরের শার্শায় বোমা বি*স্ফোরণে গুরুতর আহ*ত যুবক

যশোরের শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামে বোমা বিস্ফোরণে বিপ্লব হোসেন (২১) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক দুইটার দিকে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই খবর আসে বাগআঁচড়ার এক প্রভাবশালীর নেতার কাছে। পরে তার তত্বাবধায়নে একটি প্রাইভেটকারে নিয়ে সাতক্ষীরায় একটি হাসপাতালে গোপনে ভর্তি করা হয়।

আহত বিপ্লব হোসেন মহিষাকুড়া গ্রামের মহসিনের ছেলে। বর্তমানে তিনি যশোর সদর হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন।

বিপ্লব হোসেনের মা পারুল বেগম জানান, গভীর রাতে বাথরুমে যাওয়ার জন্য বাড়ির বাইরে বের হলে হঠাৎ একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটে। অজ্ঞাতনামা কয়েকজন লোক অন্য কাউকে লক্ষ্য করে হামলা চালাতে এসেছিল। এ সময় বিপ্লব দরজা খুলে বাইরে আসলেই তার উপর দুষ্কৃতিকারীরা বোমা বিস্ফোরণ করে। এতে সে গুরুতর আহত হয়। তিনি আরও জানান- বিপ্লব মাঠে কৃষি কাজ করেন।

স্থানীয় একটি সূত্র বলছে, বিপ্লব হোসেন বোমা তৈরি করতে গিয়ে নিজেই আহত হয়েছেন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কি কারণে বোমা বিস্ফোরণ ঘটেছে এ বিষয়ে তদন্ত চলছে। এবং আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য: গত (১৬ নভেম্বর) রবিবার গোগা ইউনিয়নের (বাগানপাড়া) এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি ককটেল বোমা উদ্ধার করে পুলিশ। তার মাত্র দুইদিন পর একই ইউনিয়নের মহিষাকুড়া গ্রামে রাতে আঁধারে বোমা বিস্ফোরণে বিপ্লব নামে এক যুবক গুরুতর আগত হন। একাধিক ককটেল বোমা উদ্ধার ও বিস্ফোরণের ঘটনায় সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।