যশোরের শার্শায় মফিকুল হাসান তৃপ্তির উঠান বৈঠাক যেন জনসুমদ্র পরিণত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যশোর ৮৫ শার্শা-১ আসনে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও বিএনপির মনোনীত প্রার্থী এবং সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।
সোমবার (১৭ নভেম্বর) বিকাল শার্শা উপজেলার বাগআঁচড়া হাইস্কুল মাঠে এ গণসংযোগ ও উঠান বৈঠক করেন তিনি। এসময় হাজার হাজার নারী পুরুষের উপস্থিতিতে হাইস্কুল মাঠটি পরিপূর্ণ হয়ে যায়।
বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলমের সঞ্চালনা প্রাধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শেষে মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।
প্রধান অতিথির বক্তব্যে তৃপ্তি বলেন, আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোট দেওয়ার জন্য। জনগণ যদি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব দেয় তাহলে তাদের আমানতের খেয়ানত করব না। জনগণের কাছে আমাদের যে অঙ্গীকার তা আমরা পালন করব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহাসিন কবির, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেন,সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, যুগ্ন সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিবুদ্দীন।
সাধারণ সম্পাদক আবু তাহের ভারত,সাংগঠনিক সম্পাদক আহাদ আলী, যশোর জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক এমদাদুল হক এমদা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, যুগ্ন আহবায়ক মেহেদী হাসান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সম্পাদক মুস্তাছিম বিল্লাহ অপু, শার্শা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















