যশোরের শার্শায় সাবেক এমপি’র দখলে থাকা ৪২ একর সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন
যশোরের শার্শার সাবেক এমপি শেখ আফিল উদ্দিনের মালিকানাধীন আফিল ব্রিডার ফার্ম লিমিটেডের দখলে থাকা ৪২ একর সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উদ্ধারের পর এসব জমি বাঁশের খুঁটি ও লাল পতাকা দিয়ে সীমানা চিহ্নিত করে দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. কাজী নাজিব হাসান।
তিনি জানান, মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এবং নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাদের নিয়ে সরকারি জমি দখল পুনরুদ্ধারে অভিযান পরিচালনা করেন।
সব ধরনের অনিয়ম ও দখলদারদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন জানান, উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের হরিণাপোতা মৌজায় সাবেক এমপি শেখ আফিল উদ্দিন ক্ষমতার প্রভাব খাটিয়ে সরকারি ৪১.৯৬ একর জমি দখলে নিয়ে ব্রিডার ফার্ম গড়ে ব্যবসা পরিচালনা করছেন। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে তারা অভিযান চালিয়ে অবৈধভাবে দখল করা এসব জমি উদ্ধার করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন