যশোরের শার্শার কায়বায় ধানের শীষের প্রার্থী তৃপ্তির গণসংযোগ ও উঠান বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে কায়বা ইউনিয়ন বিএনপি’র আয়োজনে যশোর ৮৫-১ (শার্শা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত।
শনিবার বিকেলে শার্শা উপজেলাধীন কায়বা ইউনিয়ানের রুদ্রপুর বাজারে প্রথমে ধানের শীষ ব্যানারের লিফলেট বিতরণ শেষে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা মাঠে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় বিএনপি’র দপ্তর সম্পাদক ও বিএনপি’র মনোনীত প্রার্থী ধানের শীষের কান্ডারী মফিকুল হাসান তৃপ্তি।
মফিকুল হাসান তৃপ্তি বলেন, দেশ নায়ক তারেক রহমান আমাকে ধানের শীষের প্রার্থী করে শার্শা বাসির সেবা করার সুযোগ করে দিয়েছে। আমি যদি আপনাদের সকলের দোয়ায় এবং ভালোবাসায় আবারো এই আসনে এমপি হতে পারি তাহলে, আমি বেকার মুক্ত, চাঁদাবাজি মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, শার্শা গড়বো।
সাথে সাথে আমার আসনে যারা প্রতিবন্ধী, বিধবা, বয়স্ক, অসহায় নাগরিক আছে তাদের সকলের পাশে থেকে তাদের ভাতার ব্যবস্থা করব ইনশাল্লাহ। তাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আপনারা বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাবে এই প্রত্যাশাই করি।
কায়বা ইউনিয়নের সহ-সভাপতি আলহাজ্ব ইমাম হোসেনের সভাপতিত্বে,অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজ উদ্দীন আহমেদ,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, সদস্য আল উজায়ের সুজন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মনিরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সম্পাদক মোস্তাছিম বিল্লাহ অপু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন।
কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও কামরুজ্জামান মুন্নার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, উলাশী ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক শফিউর রহমান শফি,কায়বা ইউনিয়ন বিএনপি’র, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তর, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ,যুগ্ম সম্পাদক মহিউদ্দিন বাপ্পি,মাস্টার বজলুর রহমানসহ বিএনপি’র সংগঠনের নেতৃবৃন্দ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















