যশোরের শার্শার বাগআঁচড়ায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু
যশোরের শার্শার গয়ড়ায় নানার বাড়িতে বেড়াতে এসে সাবিত নামে ৩ বছরের শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
জানাযায় ঈদের দ্বিতীয় দিন বিকালে সাবিতের মা সাবিতকে নিয়ে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
২৫ এপ্রিল মঙ্গলবার সকালে প্রতিবেশী বাচ্চাদের সাথে খেলতে যায় সাবিত,কিন্তু সবাই ফিরে এলেও সাবিত ফেরেনি,তখন সবাই খুজতে থাকে,না পেয়ে এক পর্যায়ে নিকটস্থ পুকুরের পানিতে ৩০ মিনিট খোজাখুজির পরে ডুবুন্ত অবস্থায় সাবিতকে পাওয়া যায়।ততক্ষনে শিশু সাবিত মারা গেছে।
শিশু সাবিত শার্শার বাগাআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের প্রবাসি আব্দুস সালামের ছেলে।
এ বিষয়ে জানতে চাইলে গয়াড়া গ্রামের ইউপি সদস্য মিন্টু জানান আমি খবর পাওয়া মাত্র ঘটনা স্থলে যায়,এবং তার দাদার বাড়িতে খবর পাঠায়,মৃতের দাদা দাদি আসলে তাদের কাছে লাস হস্তান্তর করা হয়েছ।মৃত সাবিতের দাদা গণমাধ্যম কর্মিকে বলেন আসরের নামাজের পরে জানাজা শেষে টেংরা উত্তর পাড়া কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন