যশোরের শার্শার বাগআঁচড়ায় স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটিকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় ৮নং বাগআঁচড়া ইউনিয়নের দলীয় অফিসে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে নতুন কমিটির নেতৃবৃন্দের সবাইকে প্রধান অতিথি হিসেবে ফুল দিয়ে বরণ করে নেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সহ-সভাপতি রুহুল আমিন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সহ-সভাপতি আলহাজ্ব মোনায়েম হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, প্রচারক সম্পাদক নাজমুল খন্দকার, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আখতারুজ্জামান ,সদস্য সোহেল আল মামুন রাজু, ছাত্রনেতা শাহ জামাল বাবু , মতিউর রহমান মতিসহ ইউনিয়ন বিএনপি সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
নবগঠিত কমিটির আহবায়ক খাইরুল আলম তার বক্তব্যে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বাগআঁচড়ায় স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম আরও শক্তিশালী হবে।“গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবক দল সবসময় অগ্রণী ভূমিকা রাখবে।”
সবাইকে মিষ্টিমুখ করানোর মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




