যশোরের শার্শার বাগআঁচড়ায় মহান বিজয় দিবস পালিত
শুক্রবার ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। আর তারই ধারাবাহিকতায়
যশোরের শার্শার বাগআঁচড়ায় (১৬ ডিসেম্বর) ৫১ তম মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি, আলোচনা সভা, ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে এই বিজয় র্যালি, আলোচনা সভা, ও দোয়া অনুষ্ঠিত হয়।
বিজয় র্যালিটি বাগআঁচড়ার বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
বাগআঁচড়া ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল ও কায়বা ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে, বিজয় র্যালিতে উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন আঃলীগের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, যুগ্ন সাধারন সম্পাদক ডাঃ শওকত হোসেন, মোঃ আবু তালেব মেম্বার, মোঃ শামীম কবির মেম্বার। কায়বা ইউনিয়ন আঃলীগের সভাপতি হাচান ফিরোজ আহমেদ টিংকু, সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন মেম্বার, সাবেক মেম্বার মোঃ রবিউল সরদার।
আরো উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী আহমেদ, সাধারণ সম্পাদক ইকবাল হাচান তুতুল, সাবেক মেম্বার আলমগীর কবির, মোঃ মতিয়ার রহমান, কায়বা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস’কে চঞ্চল, বাগআঁচড়া আফিল উদ্দিন ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান, যুবলীগ নেতা শেখ নাজমুল হোসেন, মেহেদী হাচান শিপলু সহ স্থানীয় অনেক নেতৃবৃন্দ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন