যশোরের শার্শায় আলোকিত নিশ্চিন্তপুর সমাজকল্যাণ সংস্থা ঈদ উপহার সামগ্রী বিতরণ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/04/IMG20230420103939-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যশোরের শার্শায় গরীব, অসহায় ও দুস্থ্য ১৮০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে আলোকিত নিশ্চিন্তপুর সমাজকল্যাণ সংস্থা।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে উপজেলার নিশ্চিন্তপুর পাঠাগার প্রাঙ্গনে আলোকিত নিশ্চিন্তপুর সমাজকল্যাণ সংস্থা ও আয়নাল স্টোরের যৌথ উদ্যোগে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
আলোকিত নিশ্চিন্তপুর সমাজকল্যাণ সংস্থার সংস্থার সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি ফয়সাল কাদের, শাহিনুর রহমান ও মেহেদী হাসান, সাধারণ সম্পাদক নুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আদম আলী, আবু সাঈদ, আব্দুল হালিম খান, ইসমাইল হোসেন, আল আমিন, সবুজ হোসেন, বিল্লাল, রবি, হাদিউজ্জামান ও আয়নাল স্টোরের প্রোপাইটর আয়নাল হোসেনসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে এসময় নিশ্চিন্তপুর, গাতিপাড়া, পাড়িয়ার ঘোপ ও শিয়ালঘোনা গ্রামের হতদরিদ্র ১শ’ ৮০ পরিবারের নারী পুরুষের মাঝে প্রতিবছরের ন্যায় এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন