যশোরের শার্শায় এবার ফেনসিডিলসহ আইনজীবী গ্রেপ্তার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/01/Sharsha1-750x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যশোরের শার্শার বাগআঁচড়ায় ফেনসিডিল ও ভেসপা মোটরসাইকেলসহ যশোরের একজন আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ টেংরা চৌরাস্তা মোড় থেকে ২২ বোতল ফেনসিডিল সহ মিজানুর রহমান বিপ্লব (৪৬) নামে যশোরের ওই আইনজীবীকে গ্রেপ্তার করে।
এসময় তার ব্যবহৃত ভেসপা মোটর সাইকেল (খুলনা মেট্রো- হ- ০২-৩৬৯২) জব্দ করে পুলিশ।
গ্রেপ্তার মিজানুর রহমান যশোর কোতোয়ালি থানার আব্দুল হালিম সড়কের স্টেডিয়াম পাড়ার মৃত লুৎফর রহমানের ছেলে।তার বাসা নং-৪৯।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, মিজানুর রহমান বিপ্লব নিজেকে একজন পেশাদার আইনজীবী হিসেবে দাবি করেন। মিজানুর আইনজীবী হলেও তিনি ফেনসিডিলের ব্যবসা করেন। তার বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন