যশোরের শার্শায় প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মবার্ষিকী পালিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/09/IMG20220928174739-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গণতন্ত্রের মানসকণ্যা, জাতিসংঘের ঘোষিত ২য় সেরা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার সময় উপজেলার নাভারন বাজারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিশাল এক কেক কেটে জননেত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়।
শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সালেহ আহমেদ মিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক আবুল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোরাদ হোসেন, বেনাপোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইনামুল হক মুকুল, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ কবির বকুল, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি অহিদুজ্জামান অহিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন