যশোরের শার্শায় ফেনসিডিলসহ মহিলা আটক

যশোরের শার্শা থানার বাগুড়ী বেলতলা গ্রাম থেকে ১২ বোতল ফেনসিডিল সহ বিউটি খাতুন (২৬) নামে এক মহিলাকে আটক করেছে পুলিশ।
আটক বিউটি খাতুন বাগুড়ী গ্রামের মোঃ সেলিমের স্ত্রী।
শার্শা থানা সুত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে এসআই সাব্বির আহমেদের নেতৃত্বে এএসআই সেলিম, এএসআই শামছু ও মহিলা কনস্টেবল মুরশিদা খাতুন বাগুড়ী গ্রামের ইব্রাহিম হোসেনের বাড়ীর সামনে থেকে বিউটি খাতুনকে আটক করে। সে বেলতলা বাজারের দিকে আসছিলো। এসময় তার কাছে থাকা বাজার করা একটি সাদা ব্যাগের ভেতর ১২ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শনিবার সকালে যশোর কোর্টে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন



















