যশোরের হরিহরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন , প্রার্থীরা ঘুরছে দ্বারে দ্বারে
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/07/Polish_20230715_190958215-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
আগামী সোমবার (১৭ জুলাই) যশোরের মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়ন পরিষদের নির্বাচন। তাই প্রার্থীদের পোস্টার আর ব্যানারে ছেয়ে গেছে গোটা হরিহরনগর ইউনিয়ন।
ইউনিয়নের মোড়ে মোড়ে নির্বাচনী কার্যালয় ও চায়ের দোকানগুলোতে ভোটার, কর্মী ও সমর্থকদের উপস্থিতি, আলোচনা-সমালোচনা চলছে গভীর রাত অবধী। গোটা ইউনিয়নে চলছে নির্বাচনী আমেজ।
কাকে ভোট দেয়া যায়, কাকে ভোট দেয়া যায় না, কে কোন ধরণের লোক, এবার কে হবেন চেয়ারম্যান, মেম্বার এ নিয়ে আলোচনার ঝড় উঠছে চায়ের কাপে।
এদিকে বসে নেই, প্রার্থী ও প্রার্থীর কর্মী সমর্থকরা। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছে আর শেষ মুহুর্তের ভোট প্রার্থনা করছেন। যেনো এরা ভোটের কাঙ্গাল।
প্রার্থীরা ভোট প্রার্থনার পাশাপাশি ইউনিয়নের উন্নয়নের প্রতিশ্রুতিও দিচ্ছেন। তবে, ভোটাররা সৎ ব্যক্তিকেই ভোট দিবেন এমন মন্তব্য করেছেন। যেহেতু ইউনিয়নের ৯টি ওয়ার্ডেই ইভিএমে ভোট গ্রহণ হবে এবং থাকবে সিসি ক্যামেরা।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন। যথাক্রমে- আব্দুর রাজ্জাক বিশ্বাস (চশমা মার্কা), মাষ্টার জহুরুল ইসলাম (নৌকা মার্কা), মোঃ তরিকুল ইসলাম (মোটরসাইকেল মার্কা) ও মোঃ ফরিদ উদ্দিন (আনারস মার্কা)। এছাড়া সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ১০ জন সংরক্ষিত নারী সদস্য ও ৯টি সাধারণ ওয়ার্ডে ৩২ জন সাধারণ সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে ২১ হাজার ২২৬ জন ভোটার প্রথমবারে মতো ইভিএম পদ্ধতিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন