যশোরে বন্যার পানি অপসারণের কাজে নিয়োজিত এস্কেভেটর ভেকুর ব্যাটারি ও তেল চুরি!
বন্যার পানি অপসারণের নদীর পলি কাটা কাজে নিয়োজিত এস্কেভেটর ভেকুর ব্যাটারি ও তেল চুরির ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে যশোরের কেশবপুরে উপজেলার হরিহর নদীর আলতাপোল গ্রামের শ্মশান ঘাট নামক স্থানে।
স্থানীয় সুত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে উপজেলার হরিহর নদীর আলতাপোল গ্রামের শ্মশান ঘাট নামক স্থানে নদীর পলি অপসারণের কাজে নিয়োজিত এস্কেভেটর ভেকুর ব্যাটারি ও তেল দুঃসাহসিক ভাবে চুরি সংগঠিত হয়।
উল্লেখ্য, আলতাপোল গ্ৰামের (মানিকপোল সংলগ্ন) এলাকায় প্রতিনিয়ত স্কুলের ফ্যান মটর, টিউবওয়েলের মাথা, গোয়াল ঘরের গরু, ছাগল, মসজিদের ফ্যান, দান বক্সের টাকা, ব্যাটারি চালিত ভ্যান ও ভ্যানের ব্যাটারী, সাইকেলসহ বিভিন্ন জিনিসপত্র প্রতিনিয়ত চুরি হচ্ছে।
এলাকাবাসী চুরি হওয়া সব ঘটনাটির সঠিকভাবে তদন্ত পূর্ব আইনগত ব্যবস্থা নেয়ার জন্য থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন