যশোর বিমানবন্দরে টাকাসহ কাস্টমস কর্মকর্তা আটক
যশোর বিমানবন্দরে ২৩ লাখ টাকাসহ খন্দকার মুকুল হোসেন নামে বেনাপোল কাস্টমস হাউসের এক সহকারী রাজস্ব কর্মকর্তাকে আটক করেছে একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা সংস্থাটি তাদের হেফাজতে নেয়।
ওই গোয়েন্দা সংস্থার একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করে বেনাপোল কাস্টমসের হেফাজতে দেওয়া হয়েছে। এছাড়াও বেনাপোল কাস্টমস অফিসে কর্মরত একজন কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছেন।
খন্দকার মুকুল হোসেন বেনাপোল কাস্টমস হাউসে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত। তিনি বেনাপোল বন্দরের স্কেলের (ওজন পরিমাপক) দায়িত্বে ছিলেন। তার বাড়ি টাঙ্গাইলে বলে জানা গেছে। তবে কাস্টমসের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে মুকুল হোসেন ঢাকার উদ্দেশে যশোর বিমানবন্দরে আসেন। সেখান থেকে ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিলো। কিন্তু ওই গোয়েন্দা সংস্থার সদস্যরা আগে থেকেই টাকা পাচারের খবর পেয়ে বিমানবন্দরে অবস্থান নেন।
মুকুল হোসেন বিমানবন্দরে ঢোকার পরপরই তাকে ২৩ লাখ টাকাসহ আটক করা হয়। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে যশোরে ফিরিয়ে এনে বেনাপোল কাস্টমসের হেফাজতে দেওয়া হয়েছে।
এদিকে কাস্টমসের একটি সূত্র বলছে, রোববার অফিস খুললে এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় বেনাপোল কাস্টম হাউসসহ গোটা বন্দর এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন