যশোর ২ লাখ বিঘা জমিতে বিনা চাষে সরিষার আবাদ, কৃষকের মুখে হাসি

কৃষি বিভাগের তথ্য মতে যশোর ৮টি উপজেলায় মোট ১,৮৯,৮৬২ বিঘা জমিতে সরিষার আবাদ হয়েছে, যার মধ্যে ১৬,৮৩৭ বিঘা জমিতে বিনা চাষে রিলে (জমিতে ধান থাকা অবস্থায় বীজ ছিটিয়ে বপন) পদ্ধতিতে চাষ করা হয়েছে। এই বিপুল পরিমাণ সরিষা চাষ কৃষকদের জন্য আশার আলো জ্বেলেছে। গত বছরের তুলনায় এ বছর সরিষা চাষ বেড়েছে।
গত বছর জেলার ১, ৮৬, ৩৬০ বিঘা জমিতে সরিষার আবাদ হয়েছিলো। সরিষার ভালো দাম পাওয়ার কারণে কৃষকদের আগ্রহ বেড়েছে এবং তারা ব্যাপকভাবে সরিষা চাষে মনোযোগী হয়েছেন।
কৃষকরা জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যেই সব সরিষা ঘরে তুলতে পারবেন। ইতোমধ্যে ৭০ শতাংশ সরিষা কাটা হয়ে গেছে এবং বাজারে সরবরাহ শুরু হয়েছে।
শার্শা উপজেলার বাগ আঁচড়া গ্রামের কৃষক তবিবর রহমান (৪৬) ও নাসির হায়দার (৩৮) জানান, তারা ৪ বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। নতুন সরিষা ৩,২০০ টাকা মণ এবং পুরাতন সরিষা ৪,০০০-৪,২০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। ভালো দামের কারণে কৃষকরা বেশ সন্তুষ্ট।
কৃষি অর্থনীতিবিদ আজগার মঞ্জুর রহমান জানান , কৃষিতে সরকারের প্রণোদনা, কম খরচে অধিক ফলন, পাশাপাশি সরিষা বিক্রি করে ভালো দাম পাওয়া সব মিলিয়ে সরিষা চাষে আগ্রহী হয়ে উঠেছে কৃষক। এতে দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। এক্ষেত্রে ইতিবাচক ভ‚মিকা রাখবে যশোরের সরিষা।
কৃষি বিভাগের তথ্য মতে, এবার এ মৌসুমে বৃষ্টিপাত না হওয়ায় মাঠের অবস্থা খুবই ভালো ছিল। আবহাওয়া অনুকুলে থাকায় চলতি মৌসুমে প্রতি উপজেলায় সরিষার বাম্পার ফলন হয়েছে। তথ্যানুযায়ী সব এলাকাতেই চাষ হয়েছে প্রায় দ্বিগুণ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর এর অতিরিক্ত উপপরিচালক (শস্য) সমরেন বিশ্বাস জানান, কম খরচে ভালো ফলনের কারণে সরিষা চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। সরকারের বিনাম‚ল্যে বীজ ও সার বিতরণ, কৃষক সমাবেশ, ও প্রণোদনা কর্মসুচির ফলে কৃষকদের সরিষা চাষে আগ্রহ বেড়েছে।
এছাড়াও, আগামী ২ বছরে দেশের ভোজ্যতেলের যে চাহিদা তার ৪০ শতাংশ উৎপাদিত সরিষা দিয়ে মেটানোর টার্গেট কৃষি অধিদপ্তরের। সেই উদ্দেশ্য বাস্তবায়নে কাজ চলছে। আর এক বছরেই চমক সামনে এসেছে। সরকারের পক্ষে নানাবিধ প্রণোদনা, কৃষি কর্মকর্তাদের নিবিড় তদারকিতেও উদ্বুদ্ধ করেছে। এই ধারা অব্যাহত রাখা হবে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন