যশোর—৫ আসনে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যসহ ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল—৪
মনোনয়নপত্র যাচাই—বাছাইয়ে ৮৯, যশোর—৫ (মনিরামপুর) সংসদীয় আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ও ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।
রবিবার (৩ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই—বাছাই শেষে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মাদ আবরাউল হাছান মজুমদার যশোর—৫ (মনিরামপুর) আসনে দাখিলকৃত ৯টি মনোনয়নপত্রের মধ্যে ৫টি বৈধ ও ৪ টি বাতিল বলে ঘোষনা দেন বলে সুত্রে জানা গেছে। বৈধ হিসেবে বিবেচিত প্রার্থীরা হলেন— বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচায্যর্, স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও জেলা কৃষক লীগের সহসভাপতি আলহাজ্ব এস এম ইয়াকুব আলী, ইসলামী ঐক্যজোটের হাফেজ মাওলানা নুরুল্লাহ আব্বাসী, তৃণমূল বিএনপির মেজর (অব:) আবু নসর মোহাম্মদ মোস্তফা বনি ও জাতীয় পার্টির মনিরামপুর উপজেলা সভাপতি এমএ হালিম।
যে সব প্রার্থীর প্রার্থীতা বাতিল হয়েছে তারা হলেন— স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক আলহাজ্ব কামরুল হাসান বারী, স্বতন্ত্র প্রার্থী মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও প্রয়াত এমপি বীরমুক্তযোদ্ধা খান টিপু সুলতানের পুত্র হুমায়ুন সুলতান সাদাব ও জাকের পার্টির হাবিবুর রহমান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন