যানজটে ব্যবসার ব্যয় বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন ব্যবসায়ী নেতারা
রাস্তায় যানজটের কারণে ব্যবসা পরিচালনা ব্যয় বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ী নেতারা। তাই দ্রুত এর সমাধান চেয়েছেন তারা।
শনিবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি রিলেটিং টু মিনিস্ট্রি অব লোকাল গভর্নমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেটিভসের (সিটি কর্পোরেশন) এক সভায় ব্যবসায়ী নেতারা এ উদ্বেগ প্রকাশ করেন।
সভায় বক্তব্য দেন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন, ডাইরেক্টর ইন চার্জ আবু মোতালেব, এফবিসিসিআই সহসভাপতি মো. মুনতাকিম আশরাফ, পরিচালক হাফেজ হারুণ অর রশিদসহ বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারা।
সভায় ব্যবসায়ীরা বলেন, রাস্তায় তীব্র যানজট। এ কারণে অনেক কর্মঘণ্টা অপচয় হচ্ছে। এতে পরিবহন ব্যয় বাড়ছে। যে কারণে ব্যবসার পরিচালনা ব্যয় বেড়ে যাচ্ছে।
এছাড়া সম্প্রতি মহাসড়কে ট্রেইলর, লরি ও ভারি যানবাহনের বহন ক্ষমতা নিয়ন্ত্রণের কারণে পরিবহণ খরচ এবং ব্যবসার ব্যয় বেড়েছে। তাই যানজট নিরসনে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা।
দেশের সব মহানগরীতে গণপরিবহন সেবা বাড়ানোর দাবি জানিয়ে ব্যবসায়ীরা বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্যের প্রতি সম্মান রেখে রাস্তায় তাদের নিজেদের গাড়ি চলাকালীন হর্ন বাজানো হবে না। তবে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে যান চালকদের পাশাপাশি যাত্রীদেরও সচেতন হওয়া প্রয়োজন।
তারা বলেন, নগরীর সড়কগুলো প্রতিবছর সংস্কারের সময় পুরনো বিটুমিনের ওপর আবার বিটুমিন দেয়ায় রাস্তার উচ্চতা বেড়ে যাচ্ছে। ফলে পাড়া-মহল্লায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। পুরনো ঢাকার সরু রাস্তায় যানজটের কারণে ব্যবসায়ীক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে উল্লেখ করে এর সমাধান কামনা করেন ব্যবসায়ীরা।
এ সময় তারা রমজান মাসে ভেজাল প্রতিরোধে চলমান অভিযানের যাতে অপব্যবহার না হয় সেদিকে সংশ্লিষ্ট সবাইকে দৃষ্টি দেয়ার অনুরোধ করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন