যারা ক্ষমতায় শুধু তারা ভালো আছে : খালেদা জিয়া

দেশের সাধারণ মানুষের কেউ ভালো নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, ‘এখন কেউ ভালো নেই, কোনও মানুষ ভালো নেই। একমাত্র ভালো আছে তারা, যারা ক্ষমতায় আছে। তারা মনে করছে, এই দেশটা তাদের। তারা অত্যাচার করছে, নিরীহ জনগণকে মামলা-হামলা দিয়ে নিপীড়ন করছে।’

শনিবার (২৩ ডিসেম্বর) রাত ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শুভ বড়দিন ও নববর্ষ উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে এক মতবিনিময় সভায় খালেদা জিয়া এসব কথা বলেন।

মতবিনিময় সভায় ফের নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে নির্বাচন দাবি করেন খালেদা জিয়া। তিনি বলেন, ‘নির্দলীয়, নিরপেক্ষে সরকারের অধীনে নির্বাচন না হলে ২০১৪ সালের মতো ভোটারবিহীন নির্বাচন হবে, যে নির্বাচনে ১৫৪ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।’

সরকার বিএনপিকে দুর্বল করতে চায় মন্তব্য করে দলটির চেয়ারপারসন বলেন, ‘দেশের সবচেয়ে বড় দল বিএনপি। সবচেয়ে বেশি সময় ক্ষমতায় ছিল বিএনপি। এ জন্য বিএনপিকে তারা (সরকার) দুর্বল করতে চায়। তাই তারা বিএনপির ওপর অত্যাচার-নির্যাতন করছে।’ এসময় খালেদা জিয়া তার আদালতে যাওয়া-আসার সময় উপস্থিত নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগও করেন।

কেক কেটে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন খালেদা জিয়াবাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যালবার্ট ডি কস্টা। এতে খালেদা জিয়া উপস্থিত খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের বড়দিনের শুভেচ্ছা জানান।

খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘দেশকে অনাচারের হাত থেকে মুক্ত করতে হলে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায় ও জুলুমের প্রতিবাদ করতে হবে।’ তিনি বলেন, ‘আপনারা বড়দিনে প্রার্থনা করবেন, ২০১৮ সালে দেশের মানুষ যেন এই সরকারের নিপীড়ন থেকে মুক্তি পায়।’ আলোচনাপ্রসঙ্গে মাদক দিয়ে তরুণ সম্প্রদায়কে ধ্বংস করে দেওয়া হচ্ছে বলে উল্লেখ করে এর প্রতিকারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের শুরুতে বাইবেল থেকে পাঠ করে শোনানো হয়। পরে খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।