যারা বঙ্গবন্ধুর হত্যার ক্ষেত্র প্রস্তুত করেছে তাদেরও বিচার হবে: বাহাউদ্দিন নাছিম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় গণবাহিনীকে ইঙ্গিত করে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘যারা বঙ্গবন্ধুর হত্যার ক্ষেত্র প্রস্তুত করেছে তাদেরও বিচারের আওতায় আনা হবে’।
তিনি এ দাবি জানান। সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি আরো বলেন, যারা নৈরাজ্য করবে, উচ্ছৃক্সখলা করবে তাদেরকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আমরা ঘরে বসে থাকবো না। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। শেখ হাসিনার নেতৃত্বে আমরা বীরের জাতি হিসেবে তাদের প্রতিহত করবো।
শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যায় মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমীতে বাংলাদেশ ছাত্রলীগ মাদারীপুর জেলা শাখার আয়োজনে আলোচনা সভায় মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান অনিক এর সভাপতিত্বে ্এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, যুগ্মসাধারণ সম্পাদক ও মাদারীপুরের পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মাদারীপুর জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. বায়েজিদ হাওলাদার।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন