যা করলে সাপে কামড়ালেও মৃত্যু হয় না!
সাপের কামড় বিষয়ে প্রথম জাতীয় জরিপ অনুযায়ী বাংলাদেশের গ্রামে বছরে প্রতি এক লাখের মধ্যে ৬২৩ জন সাপের কামড়ের শিকার হয়। এই হিসাবে গ্রামে বসবাসকারী জনগোষ্ঠীর মধ্যে ৫ লাখ ৮৯ হাজার ৯১৯ জন সাপের কামড়ের শিকার হয়।
এদের মধ্যে বছরে মারা যায় ৬ হাজার ৪১ জন। তবে আক্রান্তদের মধ্যে চিকিৎসকের কাছে যান মাত্র ৩ শতাংশ। কিন্তু সাপে কামড়ালে অনেক প্রাচীন ধারণা থেকে মানুষ এটা সেটা করে অনেক ভুলসিদ্ধান্ত অনেক সময় নেয় অজান্তেই।
তবে সাপে কামড়ালেই কিন্তু মৃত্যু হয় না। মৃত্যু হয় সঠিক সময়ে সঠিক চিকিৎসা আর ভুল কিছু কাজের জন্য। তাই জানতে হবে এ বিষয়ে আর সাপে কাঁমড়ানোর পর সঠিক কাজগুলো করতে হবে।
১ সাপের কামড় খেয়ে ভয় পেয়ে যাবেন না। শান্ত থাকুন। ভয় পেয়ে গেলে হার্ট বিট বেড়ে যায়। ফলে বিষ তাড়াতাড়ি শরীরে ছড়িয়ে পড়তে সময় লাগে না।
২ সাপে কামড়ানো অংশ তাড়াতাড়ি ফুলতে থাকে। ফলে কোনও টাইট গয়না যেমন আংটি বা ব্রেসলেট পরে থাকলে তা খুলে দিন।
৩ যেখানে সাপ কামড়েছে, সেই অংশটি কোনও অ্যান্টিসেপ্টিক দিয়ে পরিষ্কার করুন।
৪ সাপের কামড় খাওয়ার ৫ মিনিটের মধ্যে কোনও সাকশন ডিভাইস দিয়ে বিষ বের করে দেওয়ার চেষ্টা করুন।
৫ সাপের কামড় খাওয়ার পরে কিছু খাবেন না।
৬ সাপে কামড়ালে কখনই কাত হয়ে শোবেন না।
৭ না জেনে বুঝে কোনও ওষুধ খেয়ে নেবেন না।
৮ সাপ যে জায়গায় কামড়েছে, তার আশপাশে বা উপরে কোনও কাপড় বাঁধবেন না। এর ফলে রক্তচাপ বেড়ে গিয়ে ধমনী এবং শিরা ক্ষতিগ্রস্ত হতে পারে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন