যা শুনে সালমান খানও চমকে যাবেন!

বক্স অফিসে ‘টিউবলাইট’ না জ্বললেও সালমান খানের ‘বজরঙ্গী ভাইজান’ ছবিটি রেকর্ড গড়েছিল। ২০১৫ সালে মুক্তি পাওয়া এ ছবিটিতে সালমানের অভিনয়ও বেশ প্রশংসিত হয়। ‘মুন্নি’ চরিত্রটিতে অভিনয় করে সবার মন জয় করে নেন শিশু শিল্পী হার্শালি মালহোত্রা।

ছবিটি চীনেও মুক্তি পাচ্ছে এবার। কিন্তু কবির খান পরিচালিত এ ছবিটির নাম-চরিত্র সবই বদলে দিয়েছে চীন। মুন্নির নাম দিয়েছে ললিতা। ছবিতে ‘বজরঙ্গী ভাইজান’ সালমানকে ভাই থেকে একেবারে চাচা (আংকেল) বানিয়ে দিয়েছে তারা।

বজরঙ্গী (বানর দেবতা) নাম দেয়া হয়েছে মাংকি গড। সব মিলিয়ে চীনে সালমানের ব্লকবাস্টার এ ছবির নাম দাঁড়িয়েছে ‘লিটল ললিতা মাংকি গড আংকেল’! শুধু ভক্ত কেন, সালমান খান নিজেই চমকে যাবেন তার ছবির চীনা নাম শুনে! সূত্র : বলিউড লাইফ