যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেলেন ট্রাম্পের শ্বশুর-শাশুড়ি
আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শ্বশুর-শাশুড়ি ভিক্টর নাভস ও আমালিজা নাভস।
তাদের আইনজীবী জানিয়েছেন, বৃহস্পতিবার নিউইয়র্কে এক অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকের স্বীকৃতি পেয়েছেন তারা।
ট্রাম্পের স্ত্রী মেলানিয়ার বাবা-মায়ের জন্ম স্লোভেনিয়ায়। মেলানিয়ার মাধ্যমে গ্রিন কার্ডে তারা এতদিন যুক্তরাষ্ট্রে বাস করছিলেন।
পারিবারিক ধারাবাহিকতায় অভিবাসনের বিরুদ্ধে অতীতে কথা বলেছিলেন ট্রাম্প। অভিবাসন বিষয়ে নানা মন্তব্য ও বিতর্কিত সিদ্ধান্তের জন্য বেশ সমালোচনা সহ্য করতে হয়েছে তাকে।
ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান ২০০৬ সাল। ২০০১ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রে থাকছিলেন ও মডেল হিসেবে কাজ করছিলেন।
যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি অনুযায়ী, নাগরিকত্ব পাওয়ার আবেদন করার আগে মেলানিয়ার বাবা-মায়ের অন্তত ৫ বছরের গ্রিন কার্ড থাকার বাধ্যবাধকতা ছিল।
সূত্র : বিবিসি
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন