যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১১০ বিলিয়ন ডলারের অধিক বাজেট ঘোষণা মেয়র এরিকের

যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক সিটি পরিচালনায় ২০২৪ অর্থ বছরের জন্য ১১০.৫ বিলিয়ন ডলারের একটি বাজেট ঘোষণা দিয়েছেন মেয়র এরিক অ্যাডামস ।

২০২৩ অর্থবছরে অ্যাসাইলাম প্রার্থীদের চাপ সামলাতে অতিরিক্ত ১.৪৫ বিলিয়ন ডলার খরচের কারণে বাজেট ঘাটতি নিয়েই নতুন বছরের বাজেট দিলেন মেয়র। এবং একই চাপ সামলাতে ২০২৪ ও ২৫ অর্থ বছরে আরো ১১ বিলিয়ন ডলার খরচ হবে এমনটা হিসাব করা হয়েছে এই বাজেটে। এ ব্যাপারে কেন্দ্রের সহায়তা ছাড়াই নিউইয়র্ককে চলতে হবে মনে করছেন মেয়র। ঘাটতি কাটিয়ে ২০২৪ কতটা নির্বিঘ্নে পার করা যায়, কর্মজীবি নিউইয়র্কারদের ওপর বাড়তি করের বোঝা না চাপাতে হয় সেদিকটা লক্ষ্য রাখা হয়েছে এবারের বাজেটে। কেন্দ্রের সহায়তা না পাওয়া সত্ত্বেও এমন বাজেট দেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মেয়র কার্যালয়।

মেয়র অ্যাডামস বলেন, কয়েক মাস ধরেই আমরা সিটি সেসব চ্যালেঞ্জ মোকাবেলা করছে তা নিউইয়র্কবাসীকে জানিয়ে আসছি ও সতর্ক করছি। এ অবস্থায় একটি ভারসাম্যপূর্ণ বাজেটের জন্য সিটির প্রতিটি বিভাগই তাদের গভীর বিশ্লেষণের মাধ্যমে কিভাবে সাশ্রয় করা যায় এবং সেবাগুলোকে অক্ষুন্ন রেখে কিভাবে বাজেট দেওয়া যায় সেটা নিশ্চিত করেছে।

মাইগ্রান্টদের পেছনে খরচ ক্রমেই বাড়ছে, অন্যদিকে ট্যাক্স রেভিনিউ বাড়ছে ধীর গতিতে, কোভিড স্টিমুলাসও ফুরিয়ে দেছে এ অবস্থায় একটি বাজেট প্রণয়ন সত্যিই চ্যালেঞ্জের বলেন মেয়র অ্যাডামস।

একটি জাতীয় মানবিক সঙ্কট একা একটা কোনো সিটি সামাল দিতে পারে না যা নিউইয়র্ককে করতে হচ্ছে, বলেন তিনি।
ফার্স্ট ডেপুটি মেয়র শিনা রাইট বলেন, প্রশাসনের ওপর অনেক আইনি ও আর্থিক দায়িত্ব চেপেছে এ অবস্থায় বাজেট ভারসাম্য করে নিউইয়র্কের জন্য একটি উন্নততর আগামী উপহার দিতেই আমরা সচেষ্ট। সিটি লিডাররা যতক্ষণনা তাদের চেকবুক ব্যালান্স করছেন ততক্ষণ আমরা সিটির বাসিন্দাদের তাদের চেকবুক ব্যালান্স করতে বলতে পারি না, বলেন ডেপুটি মেয়র।